বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গার সিক্ত নিহত

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা পৌর এলাকার কানাপুকুরপাড়ার তৌফিক আহমেদ সিক্ত সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালীর বাংলাদেশ হাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার কানাপুকুরপাড়ার জহুরুল ইসলাম ওরফে ঝনুর ছেলে তৌফিক আহমেদ সিক্ত। সে বেশ কিছুদিন ধরেই রাজবাড়ীতে আরএফএল কোম্পানীতে চাকুরী করে আসছিলো। এই সুবাদে সেখানেই থাকতো সিক্ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে পাংশা থেকে মোটরসাইকেলযোগে ফরিদপুর যাচ্ছিলো সিক্ত। এসময় বাংলাদেশ হাট নামক স্থানে পৌঁছালে দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সিক্ত ঘটনাস্থলেই মারা যায়। সাথে থাকা অপরজন রাশেদ আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, সিক্ত তিন ভাই বোনের মধ্যে মেজো এবং বাবা মায়ের একমাত্র ছেলে। বড় বোন তমা বিবাহিতা ও ছোট বোন লামিয়া চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। তার লাশ রাতেই জান্নাতুল মাওলা কবরস্থান জামে মসজিদে জানাযাসহ দাফন সম্পন্ন হয়েছে। এদিকে, গতরাতে তার লাশ বাড়ি পৌঁছালে নিকটজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। এলাকায় নেমে আসে শোকের ছায়া। সিক্ত’র ছোট বোন লামিয়ার আজ থেকে শুরু হওয়া প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular