বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রাজধানীর শাহবাগে পুলিশের সাথে শিক্ষার্থীদের সঙ্গে দুই দফা সংঘর্ষ

ছবি-টি সংগৃহীত

নিউজ ডেস্ক:   ঢাকার শাহবাগে শিক্ষার্থীদের সঙ্গে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশের। বৃহস্পতিবার পাঁচ দফা দাবিতে আন্দোলনরত মেডিকেল অ্যাসিসটেন্স ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থী এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কর্মীদের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ফি ৫ গুণ বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে আন্দোলন করছে।

বেলা সাড়ে ১১টার পর প্রথমে ম্যাটস শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হলে টিএসসি মোড় থেকে শাহবাগ পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় পুলিশের জল কামান ও টিয়ার শেলের জবাবে ম্যাট আন্দোলনকারীদের ঢিল ছুড়তে দেখা যায়।

প্রায় দেড় ঘণ্টা ধাওয়া পাল্টা ধাওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলেও বেলা দেড়টা দিকে ওই রাস্তা দিয়ে মিছিল নিয়ে আসা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কর্মীদের পুলিশ বাধা দিলে আবারও সংঘর্ষ শুরু হয়। সেখানে অবস্থানরত ম্যাটস শিক্ষার্থীও সে সময় সংঘর্ষে যোগ দেয়। এ সময় ঘটনাস্থলকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও আন্দোলনকারীরা জানান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular