রাজধানীর শান্তিনগরের আগুন নিয়ন্ত্রণে

0
6

রাজধানীর শান্তিনগর এলাকার ইস্টার্ন প্লাস মার্কেট এলাকার একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে ভবনে আগুন লাগলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আর এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শুক্রবার দিবাগত রাত (৩ আগস্ট) ১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় খিলগাঁও ফায়ার স্টেশন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার ফাইটার আমানত হোসেন জানান, রাত ১টা ১২ মিনিটের দিকে আমাদের দুটি ইউনিট আগুনে নেভাতে কাজ শুরু করে। প্রাথমিক তথ্যমতে ভবনের ডুপ্লেক্স একটি ফ্ল্যাটে আগুনের ঘটনা ঘটেছে।