রাজধানীর লালবাগ এলাকায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত !

0
31

নিউজ ডেস্ক:

রাজধানীর লালবাগ থানা এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত সেই যুবকের নাম পাইটু রানা (২২)।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় রাজধানীর লালবাগ এলাকার খান মসজিদ সংলগ্ন চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ নাজির আহমেদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, পাইটু রানা ওই এলাকার সাবু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়াও তার নামে থানায় একাধিক মামলাও রয়েছে বলে জানায় পুলিশ।