রাজধানীর মিরপুরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার !

0
38

নিউজ ডেস্ক:

রাজধানীর মিরপুর থানাধীন পশ্চিম কাজীপাড়ায় সাইম দেওয়ান (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ওই এলাকার ৭৬০ নম্বর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়

নিহত সাইম দেওয়ান পশ্চিম কাজীপাড়ার চা বিক্রেতা বাবু দেওয়ানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিজানুর রহমান জানান, খবর পেয়ে সাইম দেওয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কি কারণে সাইম আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

ব্লু হোয়েলের কারণে তার মৃত্যু হয়েছে কি না তা এখনো জানা যায়নি বলেও জানান ওসি মিজানুর রহমান।