রাজধানীর মিরপুরে কলেজ ছাত্রের মৃত্যু ,ক্রিকেট খেলাকে কেন্দ্র করে !

0
36

নিউজ ডেস্ক:

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে ছুরিকাঘাতে আহত কলেজ ছাত্র মাহিন হাওলাদার (১৭) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। সোমবার রাতে তার মৃত্যু হয়
গত ৫ অক্টোবর আহত হওয়ার পর তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলার পুড়াগ্রাম এলাকার মানিক হাওলাদারের ছেলে মাহিন। বর্তমানে পরিবারের সঙ্গে মিরপুরে থাকতো। স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র ছিলো সে।

নিহত মাহিনের মামা আক্তার হোসেন জানান, গত ৩ অক্টোবর মিরপুর এলাকার একটি মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলে মাহিন। তখন খেলা নিয়ে বন্ধুদের সঙ্গে তার ঝগড়া হয়। এরই জের ধরে ৫ অক্টোবর রাত ১০টার দিকে মিরপুর ৬ নম্বর এলাকার চলন্তিকা মোড়ে বন্ধু সজিব, শিমুল, ইমনসহ আরো কয়েকজন মাহিনকে রড ও চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, ঘটনার পরপরই মাহিনের স্বজনরা একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ইমন নামের একজনকে গ্রেফতারও করা হয়। যেহেতু মাহিনের মৃত্যু হয়েছে তাই ওই মামলাটিই এখন হত্যা মামলা হবে।