রাজধানীর মতিঝিলে নটর ডেম কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা !

0
31

নিউজ ডেস্ক:

রাজধানীর মতিঝিলে নটর ডেম কলেজের শিক্ষার্থী দীপন চন্দ্র শীল (১৮) আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার দুপুরে গোপীবাগ আরকে মিশন রোডের চতুর্থ লেনের বাসায় এ ঘটনা ঘটে।

দীপনের গ্রামের বাড়ি গাজীপুরের কালিগঞ্জে। তার বাবা প্রেমানন্দ শীল সেলুনে কাজ করেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান জানান, গোপীবাগের ওই বাসার একটি মেসে দীপনসহ তিন বন্ধু থাকতেন।

বন্ধু দীপ্ত মোহন দাসের বরাত দিয়ে এসআই জানান, দীপন নটর ডেম কলেজ থেকে এবার এইচএসসি পাশ করেছেন। মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি। এরপর থেকে তার মধ্যে হতাশা বিরাজ করছিল।

শনিবার সকালে দীপ্ত ও তার অপর বন্ধু বুয়েটে পরীক্ষা দিতে যান। দুপুর একটার দিকে দীপ্ত ও তার বন্ধু বাসায় ফিরে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি।

এক পর্যায়ে জানালা দিয়ে উকি দিয়ে তারা দেখেন, দীপন ফ্যানের সঙ্গে ঝুলছে। খবর পেয়ে দীপনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।