রাজধানীর তুরাগ থানায় জিডি করলেন ওমর সানি !

0
25

নিউজ ডেস্ক:

নিজের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হওয়ায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চিত্রনায়ক ওমর সানি।

গতকাল রোববার তিনি রাজধানীর তুরাগ থানায় হাজির হয়ে এ জিডি করেন। ইতোমধ্যে জিডির তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

রোববার বিকেলে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুল মুত্তাকিন বলেন, জিডি নম্বর ২২৯। একজন এসআইকে দিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনে সিআইডির সহযোগিতা নেওয়া হবে।

জিডিতে উল্লেখ করা হয়, প্রতিদিনের ন্যায় রোববার বন্ধু দিবসের প্রথম প্রহরে ফেসবুকের মাধ্যমে বন্ধু, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানানোর জন্য অনলাইনে বসি। কিন্তু এ সময় দেখি ফেসবুক অ্যাকাউন্ট আর খুলছে না। হ্যাক করে এ আইডি অন্য কেউ ব্যবহার করছে। এজন্য এ আইডি থেকে কোনো ধরনের অশালীন বক্তব্যের কোনো পোস্ট এবং রাষ্ট্রীয় ও ধর্মীয় অবমাননামূলক কোনো বক্তব্য দিলে এর জন্য আমি (ওমর সানি) দায়ী থাকব না।