রাজধানীর টিকাটুলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত !

0
33

নিউজ ডেস্ক:

রাজধানীর টিকাটুলিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবু তালহা (২১) নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ছাত্র নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৬টার দিকে টিকাটুলি থেকে আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পরেন তিনি।
এসময় এলোপাথারি ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহত আবু তালহা ওই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের ২য় বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি কুমিল্লার বুররা থানায়। তিনি টিকাটুলি কে এম রহমত লেনে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক মেডিকেল ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া।