রাজধানীর গেন্ডারিয়ায় গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৭ !

0
23

নিউজ ডেস্ক:

রাজধানীর গেন্ডারিয়ার ঢালকানগর এলাকার একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- আলেয়া বেগম (৫০), সাহিদা (৩৫), শাহানাজ (২৮), আলী আকবর (৪০), মো. শরিফ (৪২) , শরিফা (১৩) ও শুভ (৮)।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।