রাজধানীর কদমতলী থেকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমিরসহ ১০ নেতাকর্মী আটক !

0
32

নিউজ ডেস্ক:

রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও জিহাদি বইসহ ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি ডা. শরিফুল ইসলাম মাসুদসহ ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কদমতলীর পূর্ব ধোলাইপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে বোমা তৈরির বিস্ফোরক, জিহাদি বই, ২টি বড় ছুরি ও ৩টি চাপাতি উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফরিদ উদ্দিন ভূইয়া এ খবর নিশ্চিত করেন।