রাজধানীর উত্তরা থেকে ভুয়া ডিআইজি আটক !

0
24

নিউজ ডেস্ক:

রাজধানীর উত্তরা থেকে ফিরোজ (২৮) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ।

পুলিশের ডিআইজি পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার দুপুরে উত্তরার আব্দুল্লাহপুর থেকে তাকে আটক করা হয়। এ সময় পুলিশের স্টিকার লাগানো একটি গাড়ি, একটি ওয়াকিটকি, তিনটি মোবাইল, একটি সেনাবাহিনীর ব্যাগ, কয়েকটি স্প্রে ও লেডিস ঘড়ি জব্দ করা হয়।

এ বিষয়ে আব্দুল্লাহপুরে কর্তব্যরত শিক্ষানবিশ সার্জেন্ট মুজাহিদুল ইসলাম বলেন, দুপুরে একটি প্রাইভেটকারকে সিগন্যাল দিলে তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গাড়িটিকে থামানোর পর ফিরোজ নিজেকে ডিআইজি বলে পরিচয় দেন। এ সময় তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানায় ওসি আলী হোসেন খান জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।