নিউজ ডেস্ক:
মতিঝিল ফকিরাপুল বাজার এলাকায় রবিবার দিবাগত রাতে একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মতিঝিল জোনের সহকারী উপকমিশনার (এডিসি) শিবলী নোমান জানান, শিশু সন্তানসহ স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন ওই হোটেলের চতুর্থ তলার ১৬ নম্বর কক্ষটি ভাড়া নেয়। রাতে ওই কক্ষ থেকে শিশুর কান্নার শব্দ পেয়ে ডাকাডাকি করেও কেউ দরজা খুলছে না দেখে পুলিশকে খবর দেন হোটেল কর্তৃপক্ষ। পুলিশ গিয়ে কক্ষের দরজা ভেঙে এক নারীর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।