রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

রাজধানীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক !

নিউজ ডেস্ক:

রাজধানীর পুরান ঢাকার শ্যামপুর এলাকায় নয় বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে প্রতিবেশী যুবক। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ওই স্কুলছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রীটির পরিবারের লোকজনের অভিযোগ, এলাকার তৃতীয় তলা একটি বাসার দ্বিতীয় তলায় থাকেন তারা। বিকেলে তাদের পাশের বাসার সুমন (৩৬) নামে এক যুবক শিশুটিকে ফুসলিয়ে তার বাসায় নিয়ে যায়। পরে সেখানে আটকে রেখে শিশুটিকে ধর্ষণ করে। এরপর শিশুটি বাসায় এসে স্বজনদের বিষয়টি জানালে তারা তাকে নিয়ে প্রথমে শ্যামপুর থানায় যান। সেখান থেকে শিশুটির শারীরিক পরীক্ষার জন্য রাতে তাকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। অভিযুক্ত সুমনকে গ্রেফতার করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular