রাজধানীতে শিশুকে যৌন নিপীড়ন !

0
49

নিউজ ডেস্ক:

রাজধানীর পূর্ব রামপুরা বাজার এলাকায় নয় বছরের এক শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে।
গতকতাল বুধবার দুপুর আড়াইটার দিকে পূর্ব রামপুরা বাজার এলাকার পূবালী ব্যাংকের পাশের পানির পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। পরে অসুস্থ অবস্থায় ওই শিশুক বিকেল ৫টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া  জানান, দুপুরে ওই শিশু কোমল পানীয় কিনতে পাম্প এলাকার একটি মুদি দোকানে যায়। ওই দোকানের কর্মচারী শিশুটিকে ফ্রিতে পণ্য দিয়ে পাশে থাকা নির্জন জায়গায় নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে মেয়েটি চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন। এ সময় ছেলেটি পালিয়ে যায়।
শিশুটিকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।