রাজধানীতে যুবতীর মরদেহ উদ্ধার !

0
27

নিউজ ডেস্ক:

রাজধানীর ভাটারা এলাকার একটি ফ্ল্যাট থেকে বুধবার রাতে রেশমী আক্তার (২৪) নামে এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবতীর স্বামীর নাম অনিক মিয়া।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) লাল মিয়া বলেন, স্বামী ও স্ত্রী পরিচয় দিয়ে গত মার্চ মাসে ফ্ল্যাটটি ভাড়া নেন তারা। সন্ধ্যায় ওই ফ্ল্যাটের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।