রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত !

0
41

নিউজ ডেস্ক:

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল্লাহ (৩১) নামে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শিল্পাঞ্চলের বিজি প্রেস মাঠ এলাকায় গুলিতে আহত হওয়ার পর আব্দুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রাত সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন। এদিকে ‘বন্দুকযুদ্ধে’র সময় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। তাদেরকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আব্দুল্লাহ কিশোরগঞ্জের তাড়াইলের শামসুল ইসলামের ছেলে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, গোপন সূত্রে ডাকাতির খবরে তাৎক্ষণিক আমরা সেখানে ছুটে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়তে থাকে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে এতে গুলিবিদ্ধ হন আব্দুল্লাহ। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি, তিনটি কার্তুজ ও দু’টি চাপাতি জব্দ করা হয়। আব্দুল্লাহর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।