রাজধানীতে প্রকাশ্যে সাবেক স্ত্রীকে খুনের অভিযোগ !

0
27

নিউজ ডেস্ক:

তালাক দেওয়ার কারণে রাজধানীর সেন্ট্রাল রোডে আরিফুল নেছা আরিফা (২৭) নামে বেসরকারি ব্যাংকের এক কর্মীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে আইডিয়াল কলেজের কাছে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনেরা এ হত্যাকাণ্ডে আরিফার সাবেক স্বামী রবিনকে দায়ী করেছেন। আরিফা যমুনা ব্যাংকের পুরানা পল্টন শাখায় কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, সকালে রক্তাক্ত অবস্থায় আরিফাকে হাসপাতালে আনা হয়। তার ঘাড়, বুক ও হাতে ধারালো অস্ত্রের আঘাত ছিল। দুপুর ১২টার দিকে অপারেশন থিয়েটারে নেয়ার পর তিনি মারা যান।

আরিফার ভাই বুলবুল জানান, সকাল ৮টার দিকে কর্মস্থলে যাওয়ার জন্য আরিফা বাসা থেকে বের হয়ে সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজ এলাকায় অপেক্ষা করছিল। এ সময় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রবিন। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়।

নিহতের পরিবার জানায়, চার বছর আগে প্রেম করে বিয়ে করে আরিফা ও রবিন। কিন্তু ছয় মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। তালাকের পর থেকে মাকে নিয়ে সেন্ট্রাল রোডে বসবাস করতো আরিফা। তালাক দেয়ার কারণেই ক্ষিপ্ত হয়ে রবিন আরিফাকে খুন করে।