রাজধানীতে পারিবারিক কলহের জেরে ব্যবসায়ীর আত্মহত্যা !

0
25

নিউজ ডেস্ক:

রাজধানীর ধানমন্ডিতে পারিবারিক কলহের জের ধরে এক পোশাক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আত্মঘাতী সেই পোশাক ব্যবসায়ীর নাম আশরাফুল হোসেন মুক্তা (৫০)।

সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ দিকে ধানমন্ডি ১৫/এ নম্বর রোডের ২৮৭ নম্বর বাসার ১০ তলায় নিজের কক্ষে আত্মহত্যা করেন তিনি।  ঢাকায় তার বাবার চারটি পোশাকের দোকান আছে বলে জানা গেছে।

মুক্তারের মেয়ে আশফিয়া জানান, গলায় ফাঁস লাগানোর বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুক্তারকে রাত ১১টায় মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মুক্তারের মরদেহ মর্গে রাখা হয়েছে।