রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে ডিস ব্যবসায়ী আহত !

0
30

নিউজ ডেস্ক:

রাজধানী কাফরুলে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মো. জালাল উদ্দিন (৩৫) নামে এক ডিস ব্যবসায়ী আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জালাল উদ্দিন সন্ধ্যায় তার ডিসের অফিসের সামনে ছিলেন। এ সময় একটি প্রাইভেটকারযোগে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে কোমরে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে মিরপুরের আল-হেলাল স্পেশালাইজড হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।