রাজধানীতে ট্রেনের ধাক্কায় ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু !

0
23

নিউজ ডেস্ক:

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় আবু তাহের (৪২) নামে এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আবু তাহের দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দেওল সরদার গ্রামের আবু বকরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, নীলফামারী জেলায় ফায়ারম্যান হিসেবে কর্মরত ছিল আবু তাহের। মিরপুরে পদোন্নতি পরীক্ষা দেওয়া জন্য তিনি ঢাকায় আসেন। নীলফামারী থেকে ট্রেন যোগে ক্যান্টনমেন্ট রেলস্টেশনে নামার পরপরই কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহন হন। পরে লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।