রাজধানীতে জালিয়াত চক্রের ৩ সদস্য আটক !

0
29

নিউজ ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকা থেকে জালিয়াত চক্রের তিন সদস্যকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১০) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে জাল ভিসা, জাল বিমানের টিকিট ও টিকিট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

সোমবার সকালে র‌্যাবের লিগ্যাল এইড অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার মধ্যরাতে ওই এলাকায় অভিযান চালিয়ে জাল ভিসা, জাল বিমানের টিকিট ও টিকিট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ জালিয়াত চক্রের তিন সদস্যকে আটক করা হয়। এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় র‌্যাবের মিডিয়া কার্যলয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।