নিউজ ডেস্ক:
রাজধানীর তাঁতীবাজারে শফিকুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ২৫ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বুধবার ভোর ৫টার দিকে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে বলে আহত শফিকুলের বরাত দিয়ে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া।
শফিকুল ইসলামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। ভোরে তিনি গ্রামের বাড়ি থেকে সায়েদাবাদ নামেন। এরপর সেখান থেকে রিকশাযোগে বকশীবাজার তার এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন।
এসআই বাচ্চু মিয়া জানান, পথে পুরান ঢাকার তাঁতীবাজার পৌঁছালে ৩/৪ জন ছিনতাইকারী রিকশা গতিরোধ করে শফিকুলের সঙ্গে থাকা জিনিসপত্র ও টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে শফিকুলের পেটে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ২৫ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে আহত অবস্থায় রিকশা চালকই শফিকুলকে ঢামেকে নিয়ে আসেন।