নিউজ ডেস্ক:
রাজধানীর কামরাঙ্গীরচরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে নাদের হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে স্বজনদের অভিযোগ।
গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জনিয়েছেন নিহতের শ্যালক শরিফুল ইসলাম সুমন।
তিনি জানান, জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে নাদেরের সঙ্গে তার মামা নুর উদ্দিন ওরফে শুক্রমিয়ার বিরোধ চলছিল। এরই জের ধরে দুপুরে কামরাঙ্গীরচরে বড়গ্রামের বড় মসজিদের সমানে নাদেরের মামার ছেলেসহ পাঁচজন তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন। নাদের চার সন্তানের জনক বলেও জানান তিনি।
ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া নাদের হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।