নিউজ ডেস্ক:
রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে রবিবার রাতে জামাল হোসেন (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মতিঝিল থানা পুলিশ আসমা হোটেল থেকে অচেতন অবস্থায় জামালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোটেলের ম্যানেজার জানান, জামাল হোসেন নামে ওই ব্যক্তি ১১ মে মানিকগঞ্জ থেকে এসে হোটেল উঠেন। হোটেলে ২য় তলার ৫নং রুম ভাড়া নেন তিনি। রাতে তার রুম থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় দরজা ভেঙে দেখা যায় তিনি খাটের উপর অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহীম জানান, হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে জামালের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে।