বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রমজান মাসে সকল পণ্যর মূল্য স্থিতিশীল রাখার লক্ষে মেহেরপুরে বাজার মনিটরিং

মেহেরপুর প্রতনিধিঃ  পবিত্র রমজান মাসে সকল পণ্যর মূল্য স্থিতিশীল রাখার লক্ষে বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন ও বাজার মনিটরিং কমিটি। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক ফরিদ হোসেনের নেতৃত্ব শহরের বড় বাজার ও হোটেল বাজারের বিভিন্ন দোকানে এ মনিটরিং করা হয়। মুদি দোকান, কাঁচা বাজার, মাছ ও মাংসের বাজারের দূব্যমূল্য যাচায় করেন। এ সময় কর্মকর্তারা ব্যাবসায়ীদের ন্যয্য মূল্যে পণ্য সামগ্রী বিক্রয়ের পরামর্শ দেন। তা না হলে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান তারা। নেজারত ডেপুটি কালেক্টর রামানন্দ পাল, ক্যাবের সভাপতি ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিকুল আলম, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, জেলা বাজার অনুসন্ধান কর্মকর্তা আকমল হোসেন সেখানে উপস্থিত ছিলেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular