নিউজ ডেস্ক:
সকল প্রিপেইড গ্রাহকদের জন্যে রবি নিয়ে এলো ডিলাইট ইন্টারনেট অফার!এখন সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে অধিক ইন্টারনেট। তাই এখন আপনি মোবাইল ইন্টারনেট ব্যবহার করে আরও বেশী বেশী ব্রাউজিং, ভিডিও দেখতে ও ডাউনলোড করতে পারবেন। সামাজিক মাধ্যমে আপনি আপনার বন্ধু ও পরিবারের সাথে আরো বেশি সময় দিতে পারবেন।
ইন্টারনেট |
ট্যারিফ
(ভ্যাট,এসডি ও এসসি ছাড়া) |
চালুকরণ |
মেয়াদ |
ইজিলোড রিচার্জের পরিমাণ |
১ জিবি |
৭৫.১৪ টাকা |
১২৩*৩*২*২# |
৭ দিন |
৮৯ টাকা |
২ জিবি |
১৪৯ টাকা |
১২৩*৩*২*৩# |
১৪ দিন |
১৭৮ টাকা |
- ইউএসএসডি ট্যারিফের উপর ৫% সম্পূরক শুল্ক , সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট এবং মূল সেবা মুল্যের উপর ১% সারচার্জ প্রযোজ্য হবে।
- ইজিলোড রিচার্জের পরিমানের মধ্যে সম্পূরক শুল্ক, ভ্যাট এবং সারচার্জ অন্তর্ভুক্ত ।
- এই ইন্টারনেট বান্ডেলের বাইরে অথবা বান্ডেলটি শেষ হয়ে যাওয়ার পর ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে, ব্যবহার-অনুযায়ী-খরচ ০.০১/১০ কেবি প্রযোজ্য হবে।
- এই ইন্টারনেট প্ল্যান ২৪ ঘন্টাই ব্যবহার করা যাবে।
- এই ইন্টারনেট প্ল্যান ২জি এবং ৩ জি উভয় নেটওয়ার্কেই ব্যবহার করা যাবে।
- ৮৯ টাকা রিচার্জে ১ জিবি এবং ১৭৮ টাকা রিচার্জে ইন্টারনেট ব্যালেন্সে ২জিবি ইন্টারনেট যুক্ত হবে। মেইন অ্যাকাউন্টে কোন টাকা যোগ হবে না।
- ইন্টারনেট ব্যালেন্স এবং মেয়াদ চেক করতে ডায়াল *৮৪৪৪*৮৮#
- পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অফারটি চলবে।