নিউজ ডেস্ক:
আগামী রবিবার থেকে ওএমএস চালু হবে জানিয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, এবার প্রতি কেজি চাল ১৫ টাকা ও আটা ১৭ টাকা করে বিক্রি হবে।
এসময় তিনি আরও বলেন, চাল নিয়ে রাজনীতি চলছে।
চাল নিয়ে চালবাজি করবেন না। গত বৃহস্পতিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী আরও বলেন, দেশে চালের কোনো সংকট নেই। চাল আমদানি অব্যাহত রয়েছে। উদ্দেশ্যমূলকভাবে চাল নিয়ে রাজনীতি ও চালবাজি চলছে। কৃত্রিম সংকট তৈরি করে চালের মূল্য বাড়াচ্ছে ব্যবসায়ীরা।
মজুতদার, আড়তদার, ব্যবসায়ী ও মিল মালিকদের হুঁশিয়ার করে দিয়ে মন্ত্রী বলেন, ‘সময় আছে ভালো হয়ে যান। যারা চাল নিয়ে চালবাজি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।