বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

রণবীরের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা !

নিউজ ডেস্ক:

এক সময়ে প্রেমের সম্পর্ক ছিল ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুরের মধ্যে। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায় ২০১৬ সালে। তারপর তাদের প্রথম অনস্ক্রিন উপস্থিতি হবে ‘জগ্গা জসুস’-ছবির মাধ্যমে। কিন্তু ঠিক কী হয়েছিল তাদের মধ্যে আর কেনই বা ভেঙে গিয়েছিল তাদের ভালবাসার সম্পর্ক। এবার এসব কিছু নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা।

সম্প্রতি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, দুটো মানুষের মধ্যে কী হয়, তা একমাত্র ম্যাজিক জানলে বলতে পারা যাবে। আমার ভিতরে কী আছে, সেটা কেউ বের করতে পারবেন না। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে আমাদের দারুণ ইকুয়েশন। আগের দুটো ছবিতে আমাদের যা এনার্জি ছিল এই ছবিতেও যাতে সেটাই থাকে তার চেষ্টা করেছি।

এর আগে ‘রাজনীতি’ এবং ‘আজব প্রেম কি গাজাব কহানি’ ছবিতে দেখা গিয়েছিল এই জুটিকে। কিন্তু সাত বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ‘জগ্গা জসুস’ই তাদের প্রথম ছবি।  ক্যাটরিনা বলেন, রণবীর এমন একজন মানুষ যার সিনেমা থেকে কখনও ফোকাস নষ্ট হয় না। খুবই দায়িত্ববান।

আগামী ১৪ জুলাই মুক্তি পাবে ছবিটি। ট্রেইলার দেখে দর্শক ইতিমধ্যেই যতটা সাড়া দিয়েছেন তা দেখে আশাবাদী নায়িকা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular