বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রণবীরের দেয়া আঘাতটা এখনও আছে ক্যাটরিনার…

নিউজ ডেস্ক:

সাবেক প্রেমিক সালমান খানের সঙ্গে ছাড়াছাড়ি হলেও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে অভিনয়টা উপভোগই করেছেন ক্যাটরিনা কাইফ। তবে বলিউড অভিনেত্রী জানিয়েছেন দিয়েছেন, সাবেক আরেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে তিনি আর কোনো দিন কাজ করবেন না। জাগ্গা জাসুস ছবির প্রমোশনে তাঁরা নিজেদের মধ্যে লোক দেখাতে যতই হাসিঠাট্টা করুন, ভেতরের বরফ যে গলেনি মোটেই তার প্রমাণ পাওয়া যাচ্ছে এমন অভিমানি কথাতেই।

ভারতীয় গণমাধ্যমের খবর, গত বছর জানুয়ারিতে সম্পর্কে বিচ্ছেদের আগে রণবীরের সঙ্গে লিভ টুগেদার করতেন ক্যাটরিনা, ঘনিষ্ঠতা এমন জায়গায় পৌঁছেছিল, যে বিয়ের কথাও ভেবেছিলেন। প্রেম ভেঙে যাওয়ার পরেও দু’জনে জাগ্গা জাসুসের কাজ শুরু করায় বলিউড ভেবেছিল, পেশাদারি দিকটা এভাবেই বজায় রাখবেন তাঁরা। কিন্তু ক্যাটরিনাকে এ বিষয়ে প্রশ্ন করতে তিনি স্পষ্ট বলে দিয়েছেন, আর নয়।

তাঁর কথায়, রণবীরের সঙ্গে আবার কাজ করা অত্যন্ত কঠিন। সকলে জানেন, রণবীরের সঙ্গে বারবার কাজ করা হয়েছে। সেও আমাকে ইঙ্গিত দিয়েছে, এক সঙ্গে আর ছবি না করার ব্যাপারে। অতএব, এটা আর হবে না। তবে ক্যাটরিনার এমন মন্তব্যের পর অবশ্য এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি রণবীর।

Similar Articles

Advertismentspot_img

Most Popular