বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রণবীরকে নিয়ে অবশেষে মুখ খুললেন মাহিরা !

নিউজ ডেস্ক:

সোশ্যাল মিডিয়ায় কিছু দিন আগে রণবীর কাপুরের সঙ্গে তাঁর ছবি ভাইরাল হয়েছিল। তা নিয়ে তোলপাড় হয়েছিল ইন্ডাস্ট্রি।
তিনি পাক অভিনেত্রী মাহিরা খান। সেই ভাইরাল ছবি নিয়ে এবার মুখ খুললেন মাহিরা।

সম্প্রতি এক টেলিভিশন শোয়ে রণবীরের সঙ্গে দেখা হওয়া প্রসঙ্গে মাহিরা বলেন, ‘‘এটা আমার ব্যক্তিগত বিষয়। আর একজন ছেলে এবং মেয়ে হ্যাং আউট করবে এটাই তো স্বাভাবিক। আর এখনকার যুগে তো সর্বত্র মিডিয়া। এ ঘটনাটি থেকে আমি অনেক কিছু শিখলাম। ’’

ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছিল ধূমপান করছেন রণবীর ও মাহিরা। তাঁরা সে সময় নিউইয়র্কে ছিলেন বলে বলি মহলের খবর।

সিগারেট খাওয়া নিয়ে মাহিরার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘এমনিতে আমি খুবই সতর্ক।
আর কোনও কিছু নিয়ে শো-অফ করার অভ্যেস নেই আমার। ’’

এ বিষয় নিয়ে রণবীর আগেই জানিয়েছিলেন, কয়েক মাস ধরে মাহিরাকে তিনি ব্যক্তিগত ভাবে চেনেন। তাঁর সাফল্যের জন্য মাহিরাকে পছন্দ করেন, সম্মান করেন। তবে তার চেয়ে বেশি পছন্দ করেন ব্যক্তি মাহিরাকে। যে ভাবে মাহিরার সঙ্গে তাঁর ছবি নিয়ে চুলচেরা বিচার চলছে, জল্পনা চলছে, তা ঠিক নয় বলেই মনে করেন রণবীর।

তিনি বলেছিলেন, ‘‘শুধু এক জন মহিলা হওয়ায় মাহিরাকে যে অসম বিচারের সম্মুখীন হতে হয়েছে তা দুঃখের। তাই অনুরোধ, এ সব সমালোচনা বন্ধ করে নিজের দিকে তাকান। …নিজের সুন্দর জীবন উপভোগ করুন। ’’

পাশাপাশি তাঁর সরস মন্তব্যে মনে করিয়ে দিয়েছিলেন, ‘‘ঘৃণা এবং সিগারেট দুই-ই শরীরের পক্ষে ক্ষতিকারক। ’’ এত কিছুর পরেও এ নিয়ে আলোচনা থামবে কি না সেটাই এখন দেখার।

Similar Articles

Advertismentspot_img

Most Popular