নিউজ ডেস্ক:
রাষ্ট্রীয় পর্যায়ে রক ফসফেট এবং ফসফরিক এসিড আমদানির জন্য এমওইউ স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জর্ডান।
গত ১০ ফেব্রুয়ারি জর্ডানের রাজধানী আম্মানে এমওইউতে বিসিআইসির চেয়ারম্যান ও জর্ডানের ফসফেট মাইনস কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষর করেন।
গতকাল রোববার শিল্প মন্ত্রণালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় জর্ডান সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং জর্ডানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী ইয়ারুব কুদাহ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ স্বাক্ষরের ফলে বাংলাদেশ জর্ডান সরকারের মালিকানাধীন ফসফেট মানইস কোম্পানি থেকে ১ লাখ ৫০ হাজার মেট্রিকটন রক ফসফেট এবং ১ লাখ ২০ বিশ হাজার মেট্রিকটন ফসফরিক এসিড আমদানি করবে।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী জর্ডানের বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাথে এক আলোচনাকালে বলেন, জর্ডানে লক্ষাধিক বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে জর্ডানের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ঢাকায় জর্ডানের কোনো কূটনৈতিক অফিস না থাকায় এ সমস্ত কর্মজীবী মানুষকে নানা ঝামেলা পোহাতে হয়। এ সময় তিনি ঢাকায় একটি কূটনৈতিক অফিস স্থাপনের আহ্বান জানান।