বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রক্তের গ্রুপেই লুকিয়ে আছে হৃদরোগের ‘ভাইরাস’!

নিউজ ডেস্ক:

আপনার ব্লাড গ্রুপ কি ‘এ’, ‘বি’ অথবা ‘এবি’? উত্তরটা না হলে চিন্তার কোনও কারণ নেই। কিন্তু উত্তরটা যদি হ্যাঁ হয়ে থাকে, তাহলে আপনাকে একটু ভাবতে হবে।
সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষা বলছে, যাদের ‘এ’, ‘বি’ অথবা ‘এবি’ গ্রুপ, তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।

সম্প্রতি নেদারল্যান্ডসের ‘ইউনির্ভাসিটি মেডিকেল সেন্টার গ্রগিনগেন’ ১০ লাখের উপর বেশি সংখ্যক মানুষের উপর একটি সমীক্ষা করেছে। তাতেই উঠে এসেছে এই ভয়ঙ্কর তথ্য। কিন্তু কেন এমনটা হয়? বিজ্ঞানীরা তারও উত্তর দিয়েছেন। তাদের বক্তব্য, ‘এ’, ‘বি’ অথবা ‘এবি’ গ্রুপে বেশি পরিমাণ ব্লাড ক্লটিং প্রোটিন থাকার ফলে হৃদরোগের আশঙ্কা বেড়ে যায়।

গ্রগিনগেনের অধ্যাপক টেসা কোল জানিয়েছেন, ভবিষ্যতে হৃদরোগের হাত থেকে বাঁচতে হলে লক্ষ্য রাখতে হবে ব্লাড গ্রুপের দিকে।

ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন অবশ্য দাবি করেছে, বেশির ভাগ ক্ষেত্রেই হৃদরোগের সম্ভাবনা তৈরি হয় বয়স, ওজন, অতিরিক্ত ধূমপান, রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিসের ওপরই। হৃদরোগ এড়াতে এইসব বিষয়গুলো নজরে রাখার পরামর্শ দিয়েছেন গবেষকরা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular