বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

রংপুর-খুলনা ম্যাচ দিয়ে বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু !

নিউজ ডেস্ক:

সিলেট ও ঢাকা পর্বের মোট ২৪টি ম্যাচ শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখন চট্টগ্রামে। আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্বের খেলা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ দিনে মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর বিপিএল আবার ফিরবে ঢাকায়।

প্রতিদিন দুটি করে ম্যাচ থাকছে। প্রথমটি শুরু হবে দুপুর একটায়, আর দ্বিতীয়টি সন্ধ্যা ছয়টা থেকে। তবে শুক্রবারের ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে যাবে।

বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মাশরাফির রংপুর রাইডার্স ও মাহমুদউল্লাহর খুলনা টাইটান্স। এবারের আসরে প্রথমবার মুখোমুখি হচ্ছে ‍দু’দল।

টানা দুই ম্যাচ জিতে মাশরাফি ও মাহমুদউল্লাহ দু’জনেরই লক্ষ্য হ্যাটট্রিক জয়ে। রোমাঞ্চকর এক ম্যাচই উপভোগ করবেন দর্শকরা।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম পর্বের শেষ দিনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মুশফিকের রাজশাহী কিংসকে ২ উইকেট খুলনা ও সাকিবের ঢাকা ডায়নামাইটসকে ৩ রানে হারিয়েছে রংপুর।

শুক্রবার দুপুর ২টায় মাঠে গড়াবে রংপুর-খুলনা ম্যাচটি। একইদিন সন্ধ্যা ৭টায় সিলেট সিক্সার্সকে আতিথ্য দেবে চিটাগং ভাইকিংস।

সাত দলের পয়েন্ট টেবিলে ৬ ম্যাচে ৩ জয় ও ৩ হারে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে রংপুর রাইডার্স। সাত ম্যাচ খেলে তিন নম্বরে থাকা খুলনা টাইটান্সের সংগ্রহ ৯ (৪ জয়, ২ হার ও বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ থেকে ১ পয়েন্ট)।

অন্যদিকে, একইদিন সন্ধ্যা ৭টায় সিলেট সিক্সার্সকে আতিথ্য দেবে চিটাগং ভাইকিংস।

Similar Articles

Advertismentspot_img

Most Popular