বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ওবায়দুর রহমান ময়নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ ডিসেম্বর) সকালে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
পুলিশ জানায়, শনিবার (৩০ নভেম্বর) রাতে রংপুর নগরীর লালবাগ রেলগেট এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের হওয়া বিভিন্ন মামলায় তাকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।গ্রেপ্তারকৃত ওবায়দুর রহমান ময়না এর আগে রংপুর মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে পুলিশ জানায়, মামলার তদন্ত চলছে এবং ময়নার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।