নিউজ ডেস্ক:
ছাত্রী যৌন হয়রানির অভিযোগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন।
গত শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন অর রশীদ আসকারী জানান, গত ১০ এপ্রিল ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামানের বিরুদ্ধে এক ছাত্রী ভাইস চ্যান্সেলর বরাবর যৌন হয়রানির অভিযোগ করেন। এ অভিযোগ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনা তদন্তে রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসনের অধ্যাপক প্রফেসর ড. নাসিম বানুকে আহ্বায়ক করে ৯ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।