বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

যৌন হেনস্থা নিয়ে এবার মুখ খুললেন বিপাশা বসু !

নিউজ ডেস্ক:

এবার বলিউডে যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন বিপাশা বসু। পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে মুখ খোলায় তিনি সবার প্রশংসা করেছেন।বিপাশা বলেন, সিনেমার সেটে বিভিন্ন নারী ও অন্য সদস্যদের সঙ্গে সাজিদের আচরণ তাঁকে অস্বস্তিতে ফেলেছে।

প্রসঙ্গত, সম্প্রতি সালোনি চোপড়া, সাংবাদিক কারিশমা উপাধ্যায় ও অভিনেত্রী র‍্যাচেল হোয়াইট পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন।বিপাশা বসু ২০১৪ সালে ‘হামসকলস’ ছবিতে সাজিদের সঙ্গে কাজ করেছিলে। তখন সাজিদের আচরণে বিরক্ত ছিলেন বিপাশা। সাজিদ প্রকাশ্যে অশোভন মশকরা করতেন।টুইটারে বিপাশা বসু লেখেন, আমার সত্যিই দারুণ লাগছে নারীদের এসব জঘন্য পুরুষদের বিরুদ্ধে মুখ খুলতে দেখে। তবে আমার সঙ্গে এইসব কিছুই হয়নি। সেটে নারীদের প্রতি তাঁর আচরণ অত্যন্ত রূঢ়, যা আমাকে বিব্রত করত। তিনি নোংরা কৌতুক বলতেন সবার সামনেই এবং সব নারীর সঙ্গেই খারাপ ব্যবহার করতেন।বিপাশা আরও লেখেন, আমাকে সবাই বলেছিল তাকে কিছু না বলতে, তাই আমি নিজের কাজ একজন পেশাদারের মতোই তাড়াতাড়ি শেষ করে প্রযোজকদের জানিয়েছিলাম যে, এই ছবির সঙ্গে নিজেকে আর যুক্ত রাখতে পারব না, কারণ তাহলে যেকোনো সময় আমি হয়তো মেজাজ হারিয়ে ফেলব।

Similar Articles

Advertismentspot_img

Most Popular