সুনামগঞ্জে সেনাবাহিনী ও র্যাবের সমন্বয়ে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে ৭টি ভারতীয় উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে র্যাব-৯ সিলেটের মিডিয়া সেলের এক কর্মকর্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। অভিযানটি সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর আঞ্চলিক সড়কের রাধানগর বাজার পয়েন্টে পরিচালিত হয়, যেখানে ভারতীয় নাগপুরের ইয়েনভেরায় তৈরি বিস্ফোরকগুলো পাওয়া যায়।
র্যাব-৯ সিলেটের মিডিয়া সেল জানায়, সেনা বাহিনী ও র্যাব -৯ সিপিসি ৩ সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনীর চৌকস টিম নিজস্ব গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর আঞ্চলিক সড়ক সংলগ্ন রাধানগর বাজার পয়েন্টে অভিযান চালায়।
অভিযানে ভারতের নাগপুরের ইয়েনভেরায় তৈরি (ঘঊঙএঊখ ৯০)ঝইখ-ঊঘঊজএণ খওগওঞঊউঊঢচখঙঝওঠঊ(ঈখঅঝঝ-২)১২৫সমং,ঠওখখঅএঊ ণঊঘঠঊজঅ,উওঝঞজওঈঞ,ঘঅএচটজ৪৪১৫০২(গঝ,ওঘউওঅ)লেখা ৭টিঁ উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক যৌথ বাহিনীর সদস্যরা উদ্ধার করেন।