যৌথবাহিনীর অভিযানে হামলা, সেনা কর্মকর্তা নিহত

0
5

কক্সবাজারের চকরিয়ায় যৌথ অভিযানের সময় দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার। গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

রামু ক্যান্টনমেন্টের এক সেনা অফিসারের বরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আবদুল্লাহর ফেসবুকে পোস্ট থেকে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসীদের খোঁজে অভিযানে গিয়েছিলো সেনাবাহিনী। এ সময় সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে তানজিমের শরীরে গুলি লাগে।

একই সঙ্গে চোখে গুলি লেগে খুলি দিয়ে বের হয়ে যায়।

এরপর তাকে প্রথমে ফিল্ড হাসপাতালে পরে অবস্থা বেগতিক দেখে সিএমএইচে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু নেওয়ার আগেই মারা যায় তানজিম।

পাবনা ক্যাডেট কলেজের ৩৬তম ব্যাচের ক্যাডেট ছিলেন তানজিম।