বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

যে ৬টি কারণে ব্যর্থ সালমান খানের ‘টিউবলাইট’ !

নিউজ ডেস্ক:

পরিচালক কবির খানের হাত ধরে মুক্তি পেয়েছিলো সালমান খান অভিনীত ‘টিউবলাইট’ ছবিটি। আলেজান্দ্রো মন্তেভার্দের ‘লিটল বয়’-এর ভিত্তিতেই তৈরি এই ছবি। এক ঐতিহাসিক যুদ্ধের প্রেক্ষাপটেই তৈরি তার এই ছবি যেখানে মুখ্য ভূমিকাতে রয়েছেন সালমান খান। এ ছবির প্রযোজকও অবশ্য তিনিই। এই ছবির ট্রেইলার, গান সবই দর্শকদের মন ছুয়েছিল ঠিকই, কিন্তু বক্স অফিসে তেমন সাফল্য পেলনা সালমান খান অভিনীত ‘টিউবলাইট’। এটি হিট না করার পেছনে ৬ টি কারন সামনে এসেছে। জেনে নিন বিস্তারিত-

১। প্রথমত সালমান খানের এই ছবিটিতে রোমান্টিক অ্যাঙ্গেল, একশন দৃশ্য এবং চার্টবুস্টার ট্র্যাকের প্রয়োজন ছিল।

২। ফিল্ম রিমেক থেকে দূরে থাকা উচিৎ ছিল। চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার আগে এক বিশেষ সাক্ষাৎকারে কবির খান বলেন, এটি পুরোপুরি রিম্যাক নয়, তবে ‘লিটল বয়’ ছবিটির কিছু অংশ শুধু ব্যাবহার করা হয়েছে।

৩। চলচ্চিত্রের শিক্ষাগুলি আরও বেশি জোরদার হওয়া উচিৎ ছিল।

৪। পাশাপাশি ঈদের দিনই কেন বেঁছে নেওয়া হল মুক্তির দিন হিসাবে। কবির খান জানান, আমি ব্যক্তিগত ভাবে মতামত দিই যে যদি ছবিটি ঈদের উৎসবের চেয়ে অন্য কোন দিন মুক্তি পায়, তবে এটি বক্স অফিসে সাফল্য পেতনা। কিন্তু কবির খানের এই মতামত একেবারেই বিফলে গেল টিউব লাইট এর ক্ষেত্রে।

৫। কবির খানের চিন্তা ভাবনায় একি জিনিস বার বার ফুটে উঠছিল। গল্প আরও একটু বদলানোর দরকার ছিল। কবির খান-সালমান খান একত্রে থাকায় প্রত্যাশা একটু বেশি মাত্রায় ছিল।

৬। দর্শক যেমনভাবে আর্নল্ড শোয়ার্জেনেগার এবং সিলভেস্টার স্ট্যালন পৃথিবীর সবচেয়ে বড় অ্যাকশন স্টারের বড় পর্দায় একসাথে মেলোড্রাম ঘটছে, তার মানেই ধামাকা হতে চলেছে এই ছবির ক্ষেত্রেও তাই হয়। কবির খান এবং সালমান খান একসাথে মানেই ধামাকা হবে। ‘এক থা টাইগার’ এবং ‘বজরঙ্গি ভাইজানে’ দুজন মিলে বক্স অফিস বেশ ভালই রাজত্ব করছে। তাই যখন তারা তৃতীয়বারের মতো ফিরে আসেন টিউব লাইট ছবিটি নিয়ে প্রত্যাশা বেশিই ছিল দর্শকের। কিন্তু যা একদমই পূরণ করতে পারেনি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular