নিউজ ডেস্ক:
বিশ্বের সবচেয়ে দ্রুতগামী বিমান হিসেবে দীর্ঘদিন নিজের অবস্থান ধরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এসআর-৭১ ব্ল্যাকবার্ড প্লেনটি। এটি বেশ পুরনো প্লেন।
১৯৬৪ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত মোট ৩৪ বছর এই বিমান কর্মকাণ্ড পরিচালনা করেছে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ২২০০ মাইল।
১৯৯৮ সালে বিমানটির উড্ডয়ন বন্ধ হয়ে গেলেও নাসা জানিয়েছে এবার তারা এ বিমানটির পরবর্তী সংস্করণ তৈরি করছে, যা এর প্রায় দ্বিগুণ গতিতে চলতে পারবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাইপারসনিক রোবট স্পাই প্লেন তৈরি করার পরিকল্পনার কথা প্রকাশিত হয়েছে। নতুন এ প্লেনটি হবে যুক্তরাষ্ট্রের আগের সুপারসনিক প্লেন ব্ল্যাকবার্ড এসআর-৭১ এর পরবর্তী সংস্করণ।
নির্মাণাধীন নতুন প্রজন্মের এ সুপারসনিক প্লেনটির নাম দেওয়া হয়েছে এসআর-৭২। এসআর-৭১-এর মতো এস আর-৭২-এর ডিজাইনও হবে উচ্চ প্রযুক্তির। এতে আঘাত হানার মতো অস্ত্রও থাকতে পারে বলে জানা গেছে।
এসআর-৭২-এর ইঞ্জিন এতই শক্তিশালী হবে যে, এটি প্রতি ঘণ্টায় পাঁচ হাজার আটশত কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে।
এ গতিতে নিউইয়র্ক থেকে লন্ডনে বিমানটি এক ঘণ্টারও কম সময়ে পৌঁছাতে পারবে। সামরিক ক্ষেত্রে এর গতি অত্যন্ত কার্যকর হবে। শত্রু হামলা করলে এটি দ্রুত গতি বৃদ্ধি করতে পারবে। ফলে শত্রুপক্ষের মিসাইল একে ধরতে পারবে না। এছাড়া এটি হামলা করলে তা এতই দ্রুত হবে যে, প্রতিপক্ষ পাল্টা আক্রমণ বা লুকানোর মতো সময়ও পাবে না। ২০৩০ সালের মধ্যে এটি যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী হবে বলে জানা গেছে।
১৯৭৬ থেকে এখন পর্যন্ত আকাশে বিমান চালকের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে সক্ষম বিমানগুলোর মাঝে এটিই সবচেয়ে দ্রুতগামী বিমান। ভবিষ্যতে এসআর-৭২ নামে নতুন মডেলটি তৈরি হলে তা আরো বহু বছর বিশ্বের সবচেয়ে দ্রুতগামী বিমানের মর্যাদা ধরে রাখবে বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি নাসা এসআর-৭১ মডেলের সুপারসনিক বিমানটির কিছু ভিডিও রিলিজ করেছে।