নিউজ ডেস্ক:
বিশ্বের একটি মাত্র সংস্থার বিমান সেবিকারাই বিশেষ ইউনিফর্মে যাত্রীদের সেবা দিয়ে থাকেন। সেটি হল ভিয়েতজেট এয়ার। বর্তমানে ভিয়েতনামের সবচেয়ে সফল বিমান সংস্থা হল ভিয়েতজেট। স্বল্পমূল্যে উন্নত মানের যাত্রী পরিসেবা দিয়ে অত্যন্ত অল্প সময়ে লাভের মুখ দেখেছে ভিয়েতনামের এই বিমান সংস্থাটি।
ভিয়েতজেটের অন্যতম ব্যতিক্রমী বৈশিষ্ট্য বিমানবালাদের পোশাক। ২০১১ সালে প্রথমবার লাল-হলুদ রঙের ঝলমলে বিকিনিতে সেজে উঠেছিলেন ভিয়েতজেটের বিমানবালারা। তাদের সঙ্গে ছবি তুলতে সেসময় যাত্রীদের লম্বা লাইনও পড়ে গিয়েছিল।
ভিয়েতনামের প্রায় ৪০ শতাংশ বিমান পরিসেবাই দেয় ভিয়েতজেট। ভিয়েতনামে ১০০ কোটিরও বেশি সম্পত্তির মালিক মাত্র দু’জন। যার মধ্যে অন্যতম সংস্থাটির সিইও ফুং থাও। অন্যদের থেকে আলাদাভাবে নজর কাড়তেই বিমানবালাদের একেবারে অন্যভাবে সাজিয়ে তোলার সিদ্ধান্ত নেন তিনি।
সিইও ফুং থাও জানান, এখনও পর্যন্ত বিমানবালাদের পোশাক কোনও অভিযোগ আসেনি।