বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

যে গ্রামের ৮০০ বাসিন্দার জন্মদিন একই দিনে !

নিউজ ডেস্ক:

শিরোনাম দেখে চমকে উঠার কথা। হ্যাঁ সত্য এমন ঘটনা ঘটেছে ভারতের হরিদ্বারের এক প্রত্যন্ত গ্রামে।
যার নাম গায়িন্দী খাটা। এই গ্রামের ৮০০জনেরও বেশি বাসিন্দার জন্মদিন ১ জানুয়ারি। আধার কার্ড অনুযায়ী, এদের জন্মতারিখ একই তারিখে।

হরিদ্বারের সাব ডিভিসনাল ম্যাজেস্ট্রেট (SDM) জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে কোনও তথ্যই তাদের কাছে ছিলনা।

সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পরই বিষয়টি সম্পর্কে তারা জানতে পারে। মনে করা হচ্ছে, প্রযুক্তিগত গোলোযোগের কারণেই এই সমস্যা হয়েছে। সমগ্র বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।

গ্রামবাসীরা দাবি করেছেন, এই সমস্ত বাসিন্দাদের ভোটার কার্ড এবং রেশন কার্ডের দায়িত্বভার থাকে বেসরকারি সংস্থার উপরে। তাদের উপরেই দায়িত্ব দেওয়া হয়েছিল আধার কার্ড তৈরিরও।

ওই গ্রামের এক বাসিন্দা জানিয়েছেন, তাদের বলা হয়েছিল প্রত্যেকের আধার কার্ডে আলাদা আলাদা একটি বারো ডিজিটের নম্বর দেওয়া থাকবে। কিন্তু ওই ইউনিক আইডেনটিফিকেশন নম্বর আসার বদলে তাদের জন্মদিনই এক করে দেয়া হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular