নিউজ ডেস্ক:
ভারতের একটি গ্রামের নাম ‘স্ন্যাপডিল ডট কম নগর’। এটি কোনও নেটওয়ার্কের গাফিলতি নয় এটাই সত্যি। বিশ্বাস না হলে ভারতের উত্তরপ্রদেশের মুজফফরনগরে গিয়ে ঘুরে আসতেই পারেন। নিজের চোখে দেখে নিতে পারেন গ্রামের সামনে ইংরেজি ও হিন্দি দুই ভাষাতেই লেখা রয়েছে নামটি। ‘স্ন্যাপডিল ডট কম নগর’।
জানা যায়, এ কাহিনির সূত্রপাত ২০১১ সালে। সে সময় গ্রামটির নাম ছিল শিব নগর। যেখানে কিছু কল্যাণমূলক কাজ করার উদ্দেশ্য নিয়ে এসেছিলেন স্ন্যাপডিল সংস্থার সিইও কুণাল বহল। গ্রাম পরিদর্শনের সময় তিনি খেয়াল করেন যে, গ্রামের পানি পানের সংস্থানটি বেশ দূরে। সারা বছর যেখানে পায়ে হেঁটে পানি বয়ে আনতে যেতে হয় স্থানীয় নারীদের। এই কষ্ট দূর করতেই গোটা গ্রামে ১৫টি হ্যান্ডপাম্প তৈরি করে দেওয়া হয় স্ন্যাপডিল সংস্থার পক্ষ থেকে।
সেই উপকারের প্রতিদানেই গ্রামবাসীরা সকলে মিলে ঠিক করেন গ্রামের নাম বদলে দেবেন তারা। আর নাম রাখবেন তাদের সমস্যার সমাধান করা সংস্থাটির নামে। এরপর শিব নগরের নাম অল্প দিনেই হয়ে গিয়েছে স্ন্যাপডিল ডট কম নগর।
গ্রামবাসীদের এই প্রতিদানে বেজায় খুশি স্ন্যাপডিল সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা তথা সিইও কুণাল বহল। উত্তরপ্রদেশের এই অখ্যাত গ্রামকে আরও উন্নত করতে চান তিনি। গ্রামবাসীদের জন্য গড়ে দিতে চান স্বাস্থকেন্দ্র। অদূর ভবিষ্যতে গ্রামের ইচ্ছুক বাসিন্দাদের কম্পিউটার শিক্ষা দেওয়ার পরিকল্পনাও রয়েছে সংস্থার। যাতে তারাও স্ন্যাপডিল পরিষেবার সাক্ষী হতে পারেন।