নিউজ ডেস্ক:
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৯৬৯তম পর্বে কোন খাবার খেলে সালাতের আগে অজু করতে হয়, সে সম্পর্কে কেরানীগঞ্জ থেকে ই-মেইলে জানতে চেয়েছেন আয়াজ। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : কোন ধরনের খাবার খেলে সালাতের আগে অজু করে নিতে হয়? শুনেছি, আগুনে রান্না করা খাবার খেলে নাকি সালাতের আগে অজু করতে হয়। এ কথা কি সঠিক ?
উত্তর : এ মাসয়ালা নিয়ে আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে। প্রথমে রাসূল (সা.) আগুনে রান্না করা খাবার খেলে অজু করতে নির্দেশ দিয়েছেন। কিন্তু পরবর্তী সময়ে রাসূল (সা.) এটা শিথিল করে দিয়েছেন। সুতরাং এটা খেলে অজু করতে হবে না। শুধু একটি খাবার খেলে রাসূল (সা.) অজু করতে বলেছেন। সেটি হলো, যদি উটের গোশত কেউ খায়, তাহলে সে অজু করবে। উটের গোশত খাওয়ার পর রাসূল (সা.) অজু করার নির্দেশ দিয়েছেন, এ জন্য আমরা সেখানে অজু করব।