বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

যে কোন পরিস্থিতিতে ভারতীয় সেনা তৈরি, চীন ও পাকিস্তানের প্রতি হুঁশিয়ারি !

নিউজ ডেস্ক:

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই অরুণ জেটলি আজ লোকসভায় বলেছেন, ভারতীয় সেনাকে দুর্বল ভাবলে ভুল করা হবে। যে কোন আক্রমণের জবাব দিতে ভারতের পুরো সামরিক বাহিনী তৈরি আছে। কারো নাম না করা হলেও প্রতিরক্ষামন্ত্রীর এই কঠোর বার্তা যে আদতে চীন ও পাকিস্তান তা বলার অপেক্ষা রাখে না। এই দুই রাষ্ট্রও বুঝেছে ক্রমেই মোদী সরকার সর্বশক্তিমান হয়ে উঠেছে। আর সেই উপলব্ধি যে সত্যিই তা প্রমাণ হয় গতকাল চীন এবং পাকিস্তান উভয় দেশের মিডিয়ায় স্বীকার করা হয়েছে।  মোদীর ক্রমবর্ধমান শক্তির কথা।  চীন একধাপ এগিয়ে বলেছে, নরেন্দ্র মোদী শক্তিশালী হওয়ায় ভারতের সঙ্গে চীনের সীমান্ত সমস্যা দূরীকরণের আলোচনা ও প্রক্রিয়া আরো সহজ হবে।

এদিকে ভারতের লোকসভায় আজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্যয় বরাদ্দ নিয়ে আলোচনায় অংশ নিয়ে জেটলি বলেছেন, ভারতীয় সামরিক বিভাগের আধুনিকীকরণ হচ্ছে না বলে যারা ভাবছেন তারা ভুল করছেন। কারণ ভারতীয় সেনা তৈরি আছে। জেটলি শুধু মুখেই বলেননি। তিনি রীতিমতো ভারতের শক্তির প্রমাণও দিয়েছেন। তিনি বলেছেন, ১৫৫ মিমি আলট্রা লাইট হোলস্টার, ব্রহ্মস মিসাইল, পিনাকা রকেট, ফ্রিগেট,কামোভ ২৮ হেলিকপ্টার, ডর্নিয়ার এয়ারক্র্যাফট, অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার, রাফাল ফাইটার জেট ইত্যাদি প্রতিটি উপকরণই বিশ্বসেরা। আর ১৫৫টি উপকরণ আসছে। যার মধ্যে ১০০টিই ভারতে নির্মিত হবে। অর্থাৎ মেক ইন ইন্ডিয়া।  প্রতিরক্ষা মন্ত্রীর কথায় ভারতের কাছে যে র‍্যাডার, রকেট, মিসাইল আর ফাইটার আছে তা বিশ্বের খুব কম দেশেই আছে।  সুতরাং ভারতীয় সেনা সর্বদাই তৈরি।  তাছাড়া ভারত প্রায় সাড়ে ৪ লক্ষ কোটি টাকার বেশি উপকরণ কিনছে। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

Similar Articles

Advertismentspot_img

Most Popular