নিউজ ডেস্ক:
লেবু। এই গরমে যা অপরিহার্য। শুধু গরমেই নয়, রান্না থেকে রূপচর্চা সব কিছুতেই এই লেবু ব্যবহার হয়। কিন্তু জানেন কি অন্য আরেকটি ক্ষেত্রেও এর বহুল ব্যবহার রয়েছে। আর তা হল কালাজাদু বা ব্ল্যাকম্যাজিক বা ডাকিনীবিদ্যা। বিষয়টি বিতর্কিত হলেও এই নিয়ে কমবেশি কৌতূহল রয়েছে অনেকেরই। ব্ল্যাকম্যাজিকে সব কিছু ছেড়ে লেবুকেই কেন এত আপন করে নেওয়া হল তার কিছু সম্ভাব্য কারণ রইল নিচে-
১। লক্ষ্যবস্তুকে ঘায়েল করতে অনেকসময় নাকি লেবুতে পিন ফুটিয়ে কার্যসিদ্ধি করে থাকেন। কারণ লেবু নরম হওয়ায় এই কাজটি করতে সুবিধে হয়।
২। মন্ত্র কার্যকরী করতে নাকি লেবু খুব দ্রুত সাহায্য করে। তাই এর ওপর কালাজাদু যারা করেন তাঁরা বেশ নির্ভরশীল।
৩। লেবু সহজলভ্য হওয়ায় একেই বেছে নেওয়া হয়েছে বলে মনে করা হয়।
৪। লেবুর মধ্যে অতিপ্রাকৃতিক গুণাবলী রয়েছে বলে মনে করে থাকেন কালাজাদুর কারবারিরা। এর মাধ্যমে খুব মসৃণ ভাবে কাজগুলি করা যায় বলেই নাকি লেবুর এত চাহিদা তাদের মধ্যে।