বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

যে কারণে দুই সহোদরের ডিএনএ দুই ধরনের !

নিউজ ডেস্ক:

আমেরিকার নিউজার্সিতে দুই যমজ সন্তানের জন্ম দিলেন এক নারী। তবে আশ্চর্যের বিষয় হলো- দুই যমজ সন্তানের ডিএনএ দুই ধরনের! সম্প্রতি এমন খবর প্রকাশ্যে এল নিউজার্সি আদালতের দেওয়া এক রায়ের পরে। নিউজার্সি আদালত গত সোমবার রায় দিয়েছে ওই নারীর প্রেমিককে দিতে হবে একজন সন্তানের ভরণপোষণের খরচ। সঠিক কী ঘটেছিল? আদালতে শুনানির পর জানা গেছে, এক নারী একই ঋতুচক্রের মধ্যে দুই ভিন্ন পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন। এর পরেই দুই যমজ সন্তানের জন্ম দেন তিনি। এই দুই সন্তানের মধ্যে একজনের ডিএনএ অন্য জনের থেকে আলাদা। বৈজ্ঞানিক মতে এই পদ্ধতিকে বলে হেটেরোপাটের্নাল।

বিচারপতি সোহেইল মোহাম্মদ এদিন রায় ঘোষণা করে বলেন, এই ঘটনা বৈজ্ঞানিকভাবে সত্য। এই খবর প্রকাশ্যে আসার পর ওই নারীর প্রেমিক তাঁর ভরণপোষণের দায়িত্ব নিতে চাইছিলেন না। যেটা সঠিক নয়। তাই আমার এই রায়।

খবর: কলকাতা টুয়েন্টিফোর।

Similar Articles

Advertismentspot_img

Most Popular