বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

যে কারণে দিবালাকে দলে ভেড়ায়নি বার্সা !

নিউজ ডেস্ক:

বার্সেলোনা ছেড়েছেন নেইমার। তারপরেই নেইমারের বিকল্প খোঁজা শুরু করে দিয়েছে বার্সা।
আর নেইমারের বিকল্প হিসেবে নাম আসছে দিবালার। কিন্তু একজনের জন্যই দিবালাকে দলে ভেড়ায়নি বার্সা। তিনি হচ্ছেন আর্জেন্টিনার চালিকা শক্তি মেসি।

স্প্যানিশ দৈনিক ডিয়ারিও গোল জানিয়েছে, বার্সেলোনা কর্তাদের খুব ইচ্ছা ছিল দিবালাকে দলে টানার। শুরুতে দিবালাও সুবজ সংকেতই দিয়েছিল বার্সেলোনাকে। কিন্তু দিবালার সবুজ সংকেত পেয়েও বার্সেলোনা তার পেছন থেকে সরে আসে মেসির কারণেই। মেসি নাকি ক্লাব কর্তাদের স্পষ্টই বলে দিয়েছেন, দিবালার সঙ্গে চুক্তি না করতে। তবে কি কারণে বা কেন মেসি সেটা হতে দেননি তার কারণ জানায়নি গণমাধ্যমটি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular