বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

যে কারণে ছবিতে ডাক পান না এই অভিনেত্রী!

নিউজ ডেস্ক:

ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে এই অভিনেত্রীকে ঋ নামেই চেনে সবাই। কেউ কেউ তাকে বলেন, সাহসী ও দাপুটে অভিনেত্রী। কিন্তু, অধিকাংশ ক্ষেত্রেই তাকে কটাক্ষ সহ্য করতে হয়। গান্ডু-কসমিক সেক্স-এর মতো কিছু ছবিতে কাজ করার জন্য।

এক সময়ের প্রেমিক পরিচালক কিউয়ের প্রভাবে এসে ঋ এমনকিছু ছবিতে সাহসী অভিনয় করেন, যার জেরে ইন্ডাস্ট্রি থেকে ডাক পাননি তেমন ভাবে, এখনো তেমন ডাক পান না।

আজ ২৬ জুলাই তার জন্মদিন। এর আগেই গণমাধ্যমের নিকট অকপট স্বীকার করলেন ঋ। কিন্তু, তিনি একথাও জানান, ঋ মানেই নুডিটি নয়, বোল্ড সিন নয়। ঋ একজন অভিনেত্রী। অভিনয়ের স্বার্থে, চরিত্রের তাগিদে যতটা প্রয়োজন, ততটা বোল্ড হতে আপত্তি নেই।

কিন্তু, এই টলিউড নায়িকা গান্ডু, তাসের দেশ বা কসমিক সেক্সে নিজেকে দেখে এখন শুধু আফসোস হয় তার!

বর্তমানে তিনি দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্স এলাকার একটি বাড়িতে তার মায়ের সঙ্গে থাকেন ঋ। ঘর সংসার করতে ভালো লাগে। বাড়ি গুছিয়ে রাখেন পরিপাটি করে। রান্না করতে ভালোবাসেন। কিন্তু, মায়ের হাতের রান্না তার সবচেয়ে প্রিয়। বাঙাল-ঘটির লড়াইয়ে বাঙালকেই এগিয়ে রাখেন। কারণ, বাবার দিক থেকে ঋ বাঙাল।

এই নায়িকা নিজেই বলেন, আমি সেন! সেনদের মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। কতজন সেনের নাম বলব! সুচিত্রা সেন, সুস্মিতা সেন, মুনমুন সেন, রিয়া সেন, রাইমা সেন… আর আমি ঋ সেন। আমরা আলাদা।

সাবেক প্রেমিক পরিচালক কিউয়ের সঙ্গে আট বছরের লিভ ইন সম্পর্ক। কিন্তু, সেই সম্পর্ক স্থায়ী হয়নি। তাদের দু’জনের সমমতিতেই ছাড়াছাড়ি।

সাবেক প্রেমিক সম্পর্কে ঋ বলেন, কিউ খুব ইমোশনাল মানুষ। আমাদের মধ্যে খুব ভালো বন্ডিং ছিল। যদিও আমরা একে অপরের চেয়ে অনেকটা আলাদা। কিউ আবেগ প্রবণ। আমি শিশু সুলভ। ছাড়াছাড়ি হওয়ার সময় কিউ একদিন আমাকে বলেছিল, আমি কোনোদিনও তোর সম্পর্কে কাউকে খারাপ কথা বলব না। তাই আমিও সেটা মেনে চলি। কিউ সম্পর্কে আমার মুখ থেকে কেউ একটাও খারাপ কথা বের করতে পারবে না।

Similar Articles

Advertismentspot_img

Most Popular